দেলদুয়ারে বিতর্কিত জমিজমা ও প্রাক্তন স্ত্রীর নামে ডা’কা’তি’র অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
দেলদুয়ারে বিতর্কিত জমিজমা ও প্রাক্তন স্ত্রীর নামে ডা’কা’তি’র অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাজেদুর রহমানের বাড়িতে দূর্ঘটনাজনিত ডাকাতির অভিযোগ উঠেছে। মাজেদুরের স্ত্রী তানিয়া আক্তার দেলদুয়ার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, প্রায় ১৫-২০ জন সন্ত্রাসী তাদের ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, আলমারি, বক্স খাট, ওয়ারড্রব, সুকেস, আইপিএস এবং ব্যবসার ৫ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুটপাট করে।

তানিয়া আক্তার জানিয়েছেন, তার স্বামী মাজেদুরের সঙ্গে কনা আক্তারের ১০ বছর আগে বিয়ে হয়। পরে কনা আক্তার পরকীয়া করে তানিয়ার স্বামীকে সমস্যায় ফেলে। এরপর মাজেদুর কনা আক্তারকে বাবার বাড়িতে পাঠান ও পরে তালাক দেন। অভিযোগে বলা হয়, তালাকের চার মাস পর কনা আক্তার মিথ্যা যৌতুক মামলা দায়ের করেন। মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণ করেন। এই সুযোগে কনা আক্তার অজ্ঞাত ১৫–২০ জনকে নিয়ে মাজেদুরের বাড়িতে প্রবেশ করে লুটপাট ও ভয়ভীতি দেখায়।

অভিযুক্ত কনা আক্তার বলেন, “দীর্ঘ ৯ বছর সংসার করেছি, সন্তান হয়নি। আমার স্বামীর সঙ্গে আর সংসার হবে না বলে বাবার দেওয়া আসবাবপত্র ফিরিয়ে আনা স্বাভাবিক। আমরা গ্রাম্য পুলিশসহ আমার জিনিসপত্র তুলে নিয়েছি।”

তদন্তকারীদের মতে, বিষয়টি মামলা ও আদালতের মাধ্যমে সমাধান করা হবে। দেলদুয়ার থানার পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করেছেন।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।