টাঙ্গাইলের তিনটি উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল ও কালিহাতি উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
সোমবার (২৯) সেপ্টেম্বর) রাতে তিনি তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উপলক্ষে আয়োজিত আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এছাড়াও জেলা প্রশাসক দূর্গা পূজা উপলক্ষে নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন
Array