মির্জাপুরে ছাত্র শিবিরের আয়োজনে সীরাত পাঠ প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
মির্জাপুরে ছাত্র শিবিরের আয়োজনে সীরাত পাঠ প্রতিযোগিতা

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার আয়োজনে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সীরাতুন্নবী (সা:) উপলক্ষে এ সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৪ অক্টোবর) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ছাত্র শিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল আলীম খান।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেরাজ মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, ছাত্র শিবিরের উপজেলা সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম লাবিব, উপজেলা পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন জেলা, জেলা শিবিরের সদস্য যোবায়ের হোসেন সহ অন্যরা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।