ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



কবিতা

Print Friendly, PDF & Email

অমল কুমার বর্মন
বাজেটের গেজেট

অনেকের স্বপ্ন রাঙানো বাজেট
আমার চালাহীন ঘর
নাই খাবার, ভরে না পেট
জোছনার আলো খাই বলে দেবো ভ্যাট
মাথার ঘাম পায়ে ফেলি বলে দেবো ভ্যাট
কি অসাধারণ উদাহরণ
যেন আমার মরণ
একমন সোনার ধান বিক্রি করে
ঘয় না এক কেজি রুপোলী ইলিশ
পেটটাকে জিম্মি করে দেই চেয়ারম্যানকে নালিশ
ছোটে সন্ত্রস্ত পুলিশ
এই বুঝি গদিটা খায়
আগুনে
অথবা বিক্ষোভে
যে করে হোক দমাতে হবে নাছোড় কবিকে
যেভাবে হোক করবে হাঙ্গামা
কোষাগারে কর হবে না জমা
বর্ষায় যেমন ফুলেফেপে ওঠে পদ্মা মেঘনা যমুনা
তেমন যেন না হয় নমুনা
তবুও একমুঠো পান্তা ভাত
খাই পোড়ানো রুটির স্বাদ
তবুও বড় সাধ জাগে
কর ও ভ্যাট খেয়ে মরব সবার আগে!

ফেসবুক মন্তব্য