ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরের ছেলে নিরব। শৈশবে সালমান শাহর অভিনয় দেখে স্বপ্ন দেখতে শুরু করেন, অভিনয় জগতে আসার। স্বপ্নটাকে মরে যেতে দেননি নিরব। বরং করেছেন বাস্তবায়ন। অভিনয় করেছেন ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ এবং রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’-এ।
নিরব
এর পাশাপাশি শিল্পী মিজান খানের দুটি মিউজিক ভিডিওতে। চলচ্চিত্র, গানের মডেলিংয়ের পাশাপাশি নিরব এখন নাটকে অভিনয়েও নিয়মিত হতে চান। তবে তা হতে হবে অবশ্যই অভিনয় নির্ভর চরিত্রে।
নিরবের অভিনয়ের হাতেখড়িটা বলতে গেলে নান্দনিক থিয়েটারেই। সেখান থেকেই তার অভিনয় শেখা, রপ্তের চেষ্টা করা। ব্যবসায়ী পিতার সন্তান নিরব বর্তমানে মিরপুর বাংলা কলেজের সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র।
ভবিষ্যতে নিজেকে কোথায় নিয়ে দেখতে চান জানতে চাইলে তিনি জানান, ‘‘নায়ক নয়, অভিনেতা হতে চাই। যে অভিনেতাকে মানুষ মনে রাখবে।’’