বিনোদন ডেস্ক : সম্প্রতি “ক্লাব বি পজেটিভ” টিভি সিরিয়ালে নেগেটিভ চরিত্র অভিনয় করলেন টাঙ্গাইলের উদীয়মান অভিনেতা রুহুল আমিন। নাটক টিতে তাকে একজন ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন বিজনেজ ম্যান হিসাবে দেখা যাবে,নাটক টি পরিচালনা করেছেন নবীন পরিচালক সুমন রেজা,ইতি পুর্বে রুহুল আমিন বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন পাশাপাশি চলচিত্রেও অভিনয় করছেন দাপটের সাথে। কিন্তু এবারকার চরিত্রে তাকে একটু বেশিই চ্যালেঞ্জ নিতে হয়েছে, কেননা সম্পুর্ণ সিরিয়ালের বেশির ভাগ গল্প তার চরিত্র নিয়েই লেখা হয়েছে।
যার জন্য তার চরিত্রের প্রতিটি সংলাপ ও বাচন ভংগির প্রতি বেশি নজর রাখতে হয়েছে পরিচালক সুমন রেজার এবং অভিনেতা হিসাবে তার নিজেকেই।
রুহুল আমিন বলেন, নাটকটিতে অভিনয় করে আমি অনেক আনন্দ পেয়েছি। সাধ্য মত ভাল অভিনয় করার চেষ্টা করেছি। পরিচালক হিসাবে সুমন ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। অভিনয়ের প্রতি যথেষ্ট নজর রেখেছেন প্রধান সহকারী পরিচালক জাফর ইকবাল। জাফর ভাই,অন্যান্য সহশিল্পী যারা ছিলেন তারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি একটি সুন্দর পরিবেশ পেয়েছি এবং নিজেকে দর্শকদের মাঝে তুলে ধরার একটি সুন্দর সুযোগ পেয়েছি। আমাকে এমন চরিত্রে অভিনিয় করতে দেখে দর্শক খুব অবাক হবে এবং খুব মজা পাবে।
নাটকটিতে আরো যারা অভিনয় করেছেন,সাব্বির আহমেদ, আর জে নিরব, সোহান খান, এম এইচ মিলু, লাবন্য লিজা,ফারজানা ইভা,সহ আরো অনেকে।
পরিচালক সুমন রেজা বলেন খুব শিগ্রই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটক টিতে রুহুল আমিন এর ভিন্ন ধরনের অভিনয় আশা করি দর্শক খুব ভাল ভাবেই উপভোগ করবে এইটা আমার বিশ্বাস।