ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Mountain View



মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের ছাত্রী সংসদের অভিষেক অনুষ্ঠান

Print Friendly, PDF & Email

mirzapur pic01, 6-6-16

শাহ্ সৈকত মুন্না, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে নারী জাগরনের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমসের ছাত্রী সংসদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে কুমুদিনী কমপ্লেক্সে ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি (পিপিএম) মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক ও একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। ছাত্রী সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান হোমসের অধ্যক্ষ মিসেস প্রতিভা রানী হালদার।

হোমসের সিনিয়র শিক্ষিকা মিসেস মনিরা সিদ্দিকার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রী সংসদের সাবেক সহ সভানেত্রী মুবাশ্বিরাতুল জিন্নাত, সাধারণ সম্পাদিকা প্রিয়া সাহা, ছাত্রী সংসদের নব নির্বাচিত সহ সভানেত্রী রায়হান সুলতানা পলিন, সাধারণ সম্পাদিকা স্বর্নালী, সিনিয়র ভাইস প্রিন্সিপাল মি. গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মিসেস প্রতিভা রানী হালদার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিভা মুৎসুদ্দি।

অনুষ্ঠানে ভারতেশ্বরী হোমসের সকল শিক্ষক কর্মচারী ছাড়াও বিভিন্ন ক্লাসের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য