ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



গোপালপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Print Friendly, PDF & Email

কে এম মিঠু, নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

15240245_1498220016872569_233923386_n

গতকাল রোববার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন এবং ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ নানা দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রি বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সংগঠনের সভাপতি গোলাম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার শফি, সহসভাপতি নুরুল ইসলাম, আব্দুল জলিল তালুকদার, যুগ্মসম্পাদক ফকরুদ্দিন শাহীন, শিক্ষক জিল্লুর রহমান শিহাব, মনিরুজ্জামান, আবুল কাশেম, রাসেল মিয়া, সেলিনা আফরোজ প্রমুখ।

ফেসবুক মন্তব্য