এসএম সবুজ, নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘কোন এক মাকে’ কবিতার নাট্যরূপ ‘রাষ্ট্রভাষা বাংলা’ নাটিকায় শিশু শিক্ষার্থীরা অভিনয় করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, কবিতা,নৃত্য।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) বিকেলে ‘চারুশীলন’ মধুপুর ক্লাব মিলনায়তনে ওই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউট ময়মনসিংহের প্রভাষক ফরহাদ হোসেন তরফদার। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস।
সাংবাদিক এস.এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশেষ অতিথি নূরুল ইসলাম রাজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান- সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, সংগীত শিক্ষক আসাদুজ্জামান মন্টু । উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মধুপুর ক্লাবের সাধারণ সম্পাদক মনোতোষ চৌধুরৗ, ডা. আব্দুস সোবাহান তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশু চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
সন্ধ্যায় সুবোধ সরকারের নির্দেশনায় বিপ্লব দে সরকার, এস.এম শহীদ,তারেক হায়দার, এস.এম সবুজের সহযোগিতায় কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘কোন এক মাকে’ কবিতার নাট্যরূপ ‘রাষ্ট্রভাষা বাংলা’ মঞ্চস্থ হয়। এতে চারুশীলনের শিশু শিক্ষার্থীরা অভিনয় করে।