নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ আবারো পেছালো। বুধবার আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য্য ছিল। কিন্তু মামলার আসামী আমানুর রহমান খান রানা অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তারিখ পিছিয়ে যায়।
অসুস্থ রানাকে চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই মামলায় জামিনে থাকা ৩ আসামী ও হাজতে থাকা ৩ আসামীর পক্ষে হাজিরা দাখিল করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ আসামীদের বিরুদ্ধে আগামী ১৫/০৩/১৭ তারিখে অভিযোগ গঠনের দিন ধার্য্য করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর ও তার তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
গত তিন ফেব্রুয়ারি এই চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র