নিজস্ব প্রতিনিধি, কালিহাতী : পরিমাপে কম দেয়ার অপরাধে এলেঙ্গায় পার্টনারস ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রামমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
বৃহস্পতিবার (২৩ মার্চ ২০১৭) দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২ এর আওতায় বিএসটিআই এর প্রসিকিউশনের ভিত্তিতে কালিহাতী উপজেলার এলেঙ্গায় পার্টনারস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিমাপে কম দেয়ার অপরাধে ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে সকলের উপস্থিতিতে উক্ত দোষী ব্যক্তি কে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়।