ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিনিধি, সখীপুর : ‘হটাও জঙ্গি বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ’ শ্লোগানে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানা সৃষ্টি করে দেশের উন্নয়নে বাধা গ্রস্ত করার প্রতিবাদে নিজস্ব কার্যালয় থেকে মিছিলটি বুধবার সকালে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুখতার ফোয়ারা চত্বরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহম্মেদের সভাপতিত্বে পৌর মেয়র আবু হানিফ আজাদ, খাঁন রফিক, রাসেল আল মামুন, মির্জা শরিফ প্রমুখ বক্তব্য দেন।