ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



টাঙ্গাইল ফিল্ম সোসাইটির কমিটি গঠন শামীম সভাপতি, সাম্য সাধারণ সম্পাদক

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইল ফিল্ম সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সর্বসম্মতিক্রমে আশরাফ চৌধুরীকে উপদেষ্টা করে ২৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়।

এতে শামীম আকন্দকে সভাপতি ও সাম্য রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি কামনাশীষ শেখর ও সাজ্জাদুর রহমান খোশনোবিশ, যুগ্ম সম্পাদক মহব্বত হোসেন ও ফারুক সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম সুজন ও ফিরোজ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক রাকিব খান। সাধরণ সদস্যরা হলেন- নুরুল ইসলাম বাদল, সৈয়দ আমিনুল হক কায়সার, বিভূতি কুমার ভট্রাচার্য, উৎপল কুমার চক্রবর্তী, কুশল ভৌমিক, তালহা আল মাহমুদ খান, রাজিব হাসান, মোঃ তারিকুল ইসলাম, নীরব রাজ, আল আমীন, নাজমুল হাসান ইমরোজ ও মোঃ নাসির উদ্দিন, সৈয়দ সাইফুল্লাহ।

ফেসবুক মন্তব্য