এসএম সবুজ, নিজস্ব প্রতিনিধি : ২০০৪ সালে ২১ আগস্ট ঢাকায় আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।
সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় মধুুপুর কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মধুপুর পৌর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ বাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আক্তার, সদস্য সুজন, নাজমুল, শেখ ফরিদ বাবু, শফিকুল, পারভেজ, আদনান, হাবীব প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের ফাঁসি কার্যকর করার দাবি জানান।