নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ৩টি গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।
শুক্রবার বেলা ১১টায় ভূযাপুর উপজেলার তালতলা, শুশুয়া ও জমরবয়রা এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, বিস্কুট, সেলাইন ও ঔষধ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খান বাবলু, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগরে সভাপতি সুমন আহমেদ বাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আক্তার, ছাত্রনেতা জাহিদ, শাকিল, বিপ্লব, সামিদুল প্রমূখ।
মধুপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আক্তার জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত ছাত্রলীগ শুধু মিছিল মিটিং নয়, তারা বিপদে সাধারণ মানুষের পাশেও দাড়ায়। তারই ধারাবাহিকতায় মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শতাধিক বন্যা পীড়িতদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। ভবিষ্যতেও যে কোন দুর্যোগে মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকবে।