ঢাকা রবিবার, এপ্রিল ২, ২০২৩

Mountain View



‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে পরিচয় পাচ্ছে হিজড়ারা

Print Friendly, PDF & Email
ডেস্ক রিপোর্ট : মন্ত্রিসভায় বাংলাদেশ হিজড়া জনগোষ্ঠীকে বিশেষ লিঙ্গ তথা হিজড়া লিঙ্গ হিসেবে চিহ্নিতকরণ বিলের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।  

এ বিষয়ে সচিব বলেন, ‘আমাদের দেশে প্রায় ১০ হাজার হিজড়া আছে। বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়। এ বিধানের ফলে পরিসংখ্যান করার সময় তাদের হিজড়া হিসেবে চিহ্নিত করা হবে এবং পাসপোর্টে ‘হিজড়া’ হিসেবে তাদের পরিচয় থাকবে। এছাড়া ইংরেজিতেও তাদের ‘হিজড়া’ বলা হবে।’
উল্লেখ্য, জাতীয় এইডস ও এসটিডি কর্মসূচির তথ্যানুযায়ী দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ১০ হাজার থেকে ১৬ হাজারের বেশি নয়। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে এই সংখ্যা ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে। 
শুধু ঢাকা শহরেই হিজড়ার সংখ্যা ১০ হাজারের ওপরে বলে ধারণা করা হয়।

ফেসবুক মন্তব্য