কালিহাতী থানার এসআই খোকন সরকার জানান, পাট ব্যবসায়ী হারু মিয়া বাইসাইকেল যোগে কালিহাতী উপজেলা আনালিয়াবাড়ি থেকে পাট ক্রয় করার জন্য এলেঙ্গা হাটে যাওয়ার পথে টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর রাজাবাড়ি নামক স্থানে পৌঁছালে যমুনাগামী বালু ভর্তি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি (নং ঢাকা-মেট্রো-ট-১৪-৬৫০৮) আটক করা হয়েছে।