নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রয়ন হারিয়ে খাদে পড়ে শিশু ও এক মুক্তিযোদ্ধা নিহত এবং কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন, দিনাজপুর জেলার রিবগজ্ঞ থানার গাজিপুর গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে রুনা (৯) এবং পঞ্চগড় জেলার হাড়িবাসা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (৬৫)।
আহতদের উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের যাত্রীবাহি বাসটি মহাসড়কের ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
এ ব্যাপারে গোড়াই মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।