মোঃ আরিফ খান, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদাতা : আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিজের মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার দাবিতে বাঙ্গালি জাতির যে বীর সন্তানেরা ভাষার জন্য আন্দোলন করে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত করেছিল বাংলা ভাষাকে বাঙ্গালি জাতির মায়ের ভাষা, প্রাণের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে যারা আত্মত্যাগে মহীয়ান তাদেরই গর্বিত ঘাটাইল উপজেলার মহান এগার জন অবিনাশী ভাষা সৈনিক। ১। জনাব শামসুল আলম গৌরাঙ্গী, আনেহলা ইউপি, ২। সুফিয়া খাতুন, দিঘলকান্দি, ৩। শামসুর রহমান খান শাহজাহান বাগুন্তা, দিগড়, ৪। ড. মফিজ উদ্দিন আহমেদ গাংগাইর, ধলাপাড়া, ৫। ইউনুস আলী কাউটেনগর, সন্ধানপুর, ৬। কবি মোফাখারুল ইসলাম নরপাড়া, দিঘলকান্দি, ৭। সায়িদ আতিকুল্লাহ্ আঠারদানা, দিগড়, ৮। ফজলুর রহমান জুলকার নাইন নরপাড়া, দিঘলকান্দি, ৯। নলীন দে সরকার মনোহরা, লোকেরপাড়া, ১০। চৌধুরী হাবিবুর রহমান সিদ্দিকী ভদ্রবাড়ী, দিঘলকান্দি, ১১। একাব্বর আলী তালুকদার, লোকেরপাড়া ।
এই মহান এগার ভাষা সৈনিক ঘাটাইল উপজেলার মত প্রত্যন্ত অঞ্চলে থেকেও ঢাকার রাজপথকে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রকম্পিত করেছিল শ্লোগান দিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। তাদের আন্দোলনের ফলশ্র“তিতেই আজ বাংলা ভাষা বিশ্বের দরবারে মর্যাদার আসনের অধিষ্ঠিত হয়েছে। সমগ্র জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।