বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু : বাংলাদেশ সরকার বিদেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সেবা নিশ্চিত করণের আওতায় হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, নেপাল গতকাল হতে আনুষ্ঠানিক ভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণ শুরু হয়েছে।
গতকাল সোমবার দুপুরের বাংলাদেশ দূতাবাসের জনাব বারিকুল ইসলাম (তৃতীয় সচিব ও হেড অফ চ্যান্সারী) ও মিসেস শামিমা চৌধুরী (প্রথম সচিব) নেপাল প্রবাসী কবির উদ্দিনের হাতে প্রথম মেশিন রিডেবল পাসপোর্ট তুলে দেন। তৃতীয় সচিব ও প্রথম সচিব উল্লেখ করেন যে এমআরপি প্রযুক্তিতে রয়েছে উন্নত নিরাপত্তাসহ ও অনলাইনে দরখাস্ত নেয়া হচ্ছে বলে বাড়তি ডাটা এন্ট্রি করার জামেলা নেই। শুরুতে সামান্য সমস্যা ও প্রায় এক মাসের মত সময় লাগলেও এখন হতে ১১০ মার্কিন ডলার সাধারণ ফি দিয়েই সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে এমআরপি পাওয়া যাবে বলে মনে করেন।
উল্লেখ যে, নেপালে অবস্থিত বাংলাদেশ ২৩ শে জানুয়ারি ২০১৪ থেকে আনুষ্ঠানিক ভাবে মেশিন রিডেবল ভিসা কার্যক্রম শুরু করেছে।
নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওয়েব সাইট হল, http://www.bangladoot.org.np/