ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



বাসাইল উপজেলা নির্বাচনের ভোট গ্রহন চলছে

Print Friendly, PDF & Email

নিজস্ব সংবাদদাতা, বাসাইল :  আজ টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা নির্বাচনের ভোট গ্রহন । সকাল ৮টা হতে শুরু হয়েছে ভোট গ্রহন। চলবে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত । ইতিমধ্যেই এ সম্পর্কিত সকল প্রস্তুতি সম্পন্ন করছে উপজেলা নির্বাচন কমিশন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,১৯,০৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৬,৭৮৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৬২,২৯৯ জন। এ আসনের মোট ভোট কেন্দ্র ৪৯টি। এর মধ্যে ১২টি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে পুলিশ চিহ্নিত করেছে।

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, আনসারসহ প্রায় ১ হাজার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়াও স্টাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।

উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য দাবি করেছেন স্থানীয় জনগন । তবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানানো হয়েছে। এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ৫জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ৫জন প্রতিদন্দীতা করছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 উল্লেখ্য যে, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যক ১০ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২০ জন প্রার্থী মূল নির্বাচনে প্রতিদন্দীতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীদের পদ ও প্রতীক হচ্ছে, আওয়ামীলীগ সমর্থিত কাজী অলিদ ইসলাম (কাপ পিরিচ), বিএনপি সমর্থিত কাজী শহিদুল ইসলাম (দোয়াত কলম), কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত নাজমুল হুদা খান বাহাদুর (আনারস), সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আহমেদ (ঘোড়া), সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ শফিকুল ইসলাম খান (মাইক), মোঃ রফিকুল ইসলাম (টিয়া পাখি), মোঃ আবুল কাশেম (তালা), মোঃ মোবারক আলী খানশুর (উড়োজাহাজ), তোফাজ্জল খান (টিউবয়েল), প্রফুল্ল সরকার (টাইপ রাইটার), মোঃ আব্দুর রউফ (জাহাজ), শেখ উজ্জল (চশমা), এম এ হালিম মিয়াা (বৈদ্যুতিক বাল্ব) । সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা সুলতানা রুবি (কলসি), রুজিনা মফিজ খান (হাঁস), মিনারা আক্তার (ফুটবল), জবেদা বেগম (প্রজাপতি), মোছাঃ রেখা বেগম (পদ্ম ফুল)।

ফেসবুক মন্তব্য