নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস মোড় থেকে ২১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের মৃত কদ্দুছ মাস্টারের ছেলে রতন (৪০) নামের স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বাসাইল থানার এএসআই আকতারুজ্জামান মিলন।
এ ব্যাপারে এএসআই আকতারুজ্জামান মিলন বাদী হয়ে বাসাইল থানায় মাদক বিরোধী বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে উক্ত মামলার আই ও এসআই আমিনুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযান চলাকালে করটিয়া থেকে সিএন জি চালিত অটো-রিক্সা নিয়ে দেলদুয়ারের উদ্দেশ্যে যাওয়ার পথে করাতি পাড়া বাইপাস মোড়ে সিগনাল দিলে সিএনজি থেকে ফেনসিডিল সহ দৌড়ে পালানো সময় মাদক ব্যবসায়ী রতনকে আটক করা হয়।