আল আমিন খান, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখিপুর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে ফরহাদ হোসেনের ছেলে ফেরদোস(২০) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।
সোমবার উপজেলা বেড়বাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এবং মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।
সখিপুর থানার (ওসি) মোখলেছুর রহমান বলেন, মাস খানেক আগে ফেরদোস শিশুটি কে তার নিজ বাডীতে ডেকে এনে টেলিভিশন দেখার কথা বলে তাকে ধর্ষণ করে এবং মুঠোফোনে ভিডিও ধারন করে।
বিষয়টি এলাকায় ছড়াছড়ি হলে, ধর্ষিতার বাবা থানায় অভিযোগ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সখিপুর থানায় ধর্ষণনের মামলা করেন।