আবু নাঈম আবদুল্লাহ্ : এটি পুকুর,দিঘী কিংবা কোন জলাশয়ের ছবি নয়।ছবিটি টাঙ্গাইল জেলার ঢাকা-সখীপুর মহাসড়ক থেকে তোলা। সখীপুরের এই রাস্তাটির প্রায় পুরোটাই ছোট-বড় খানা খন্দকে ভরা। কোনো কোনো গর্ত এতটাই বড় যে,তাকে মরণফাঁদ বললেও ভুল হবে না। এই গর্তগুলোতে প্রায় প্রতিদিনই ট্রাক-বাস আটকে থাকে ঘন্টার পর ঘন্টা,তৈরি হয় জনদুর্ভোগ। আর বৃষ্টির দিনে যখন গর্তগুলো পানিতে ভরে ওঠে,গাড়ির চালকরা তখন গর্তের গভীরতা বুঝতে না পারার কারণে প্রায়ই ঘটছে নানান দূর্ঘটনা।
গত কয়েক বছর ধরেই এই ভোগান্তি পোহাচ্ছে সখীপুরবাসী। তাই এবার পানিতে পরিপূর্ণ দিঘী সদৃশ এই গর্তগুলোতে বাঁশ দিয়ে “মাছ ধরা নিষেধ” লেখা সম্বলিত সাইনবোর্ড লাগিয়ে রেখেছে এলাকার কৌতুক প্রিয় জনতা।
যদিও দৃশ্যটি বেশ হাস্যকর, তারপরও এলাকাবাসীর মতে এটি একটি অভিনব আন্দোলন। এর মাধ্যমে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে নির্বাচনী মৌসুমে হঠাৎ আবির্ভুত হওয়া সেই জনসেবকদের। তবে এই আন্দোলনে তাদের টনক আদৌ নড়েছে কী-না, এটাই এখন দেখার বিষয়।
সখীপুর গুদামঘরের সামনে থেকে ছবিটি তুলেছেন – আবু নাঈম আবদুল্লাহ্।