নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে পৃথক অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীসহ নয় জন জুয়ারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার নাগরপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আবুল কালাম কালু (৩৫), মো. নুরুল ইসলাম (৩০), চাঁন বাশি (২৮), মো. দুলাল (৩০), মো. আলমাছ (৩৫), মো. আবুল হোসেন (২৮), ওমর আলী (২৫), আইয়ুব আলী (৩০), আবদুস ছালাম(৫০), পাঠান খান (৪৫) ও ওহাব খান (৩০)।
নাগরপুর থানার সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসলাম মিয়া ও (এএসআই) শাহজাহান জানান, উপজেলার খামার ধল্লা গ্রামের রমিজ মোল্লার বাড়ী ও পাইকশা গ্রামের রবিউলের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় ৬ পাতা হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও ১১জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ৯ জুয়াড়ী ও ২ মাদক বিক্রেতা রয়েছে।
গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টে হাজির করা হলে ৯ জুয়াড়ীকে ১ মাস করে ও ২ মাদক বিক্রেতাকে ২বছর করে কারাদণ্ড দেয় আদালত।