সোহেল তালুকদার, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনার হাজী ইসমাইল খাঁ কলেজে ২০ নভেম্বর বৃহস্পতিবার থেকে দু’দিনব্যাপি শুরু হয়েছে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। গ্রাম পাঠাগার আন্দোলনের উদ্যোগে এ কর্মশালাটি পরিচালনা করবে বিজ্ঞান কর্মী আহমেদ সানী।
জ্যোতির্বিজ্ঞান কর্মশালা সম্পর্কে সহযোগী সংগঠন অজুনা অন্বেষা পাঠাগারের সভাপতি তরিকুল ইসলাম বলেন, আমরা এই কর্মশালার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী একটি দল গঠন করবো। এই দলটি আগামী জানুয়ারি মাস থেকে টেলিস্কোপ নিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ঘুড়ে বেড়াবে।
গ্রাম পাঠাগার আন্দোলনের সংগঠক আবদুস ছাত্তার খান বলেন, বিদ্যালয়গুলিতে বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়া একটা অশনি সংকেত। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে এই ধরণের আয়োজন খুব কাজে আসবে।