এসএম সবুজ, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বানিয়াজান ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
সাবেক খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ড. আব্দুর রাজ্জাক এমপি এ ভবন উদ্বোধন করেন।
শনিবার দুপুরে ২নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বানিয়াজান ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সহকারি কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু প্রমূখ।