এসএম সবুজ, মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:- টাঙ্গাইলের মধুপুর পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতার এক অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় সাংসদ, সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তার সাথে যোগ দিয়েছিলেন মধুপুর ও ধনবাড়ীর উপজেলা চেয়ারম্যানদ্বয় এবং মধুপুর পৌর মেয়রসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উন্নয়ন সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জলছত্র এডিপি ও মধুপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতার এ অভিযান চলে।
উদ্যোক্তা প্রতিষ্ঠান জানায়, গ্লোবাল উইক অব অ্যাকশন’২০১৫ কর্মসূচির আওতায় “একসাথে আমরা প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু নির্মূল করতে পারি” প্রতিপাদ্যে মধুপুর পৌরসভাকে শিশুবান্ধব করার লক্ষ্যে প্রতিকী হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি ড. আব্দুর রাজ্জাক। তিনি ঝাড়ু হাতে উপজেলা পরিষদ চত্বরের একটি অংশ ঝাড়ু দিয়ে এ অভিযানের উদ্বোধন করেন।
একই সাথে এ কাজে অংশ নেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, মধুপুর পৌর মেয়র সরকার সহিদুল ইসলাম সহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খ. শফিউদ্দিন মনি, ওয়ার্ল্ড ভিশন ময়মসিংহ অঞ্চল প্রধান ডমিনিক রঞ্জন পিউরিপিকেশন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান খ. আব্দুল গফুর মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, ওয়ার্ল্ড ভিশন জলছত্র এডিপি’র এরিয়া ম্যানেজার বাপন মানখিন প্রমূখ।
উদ্বোধনের পর পরই মধুপুর পৌর শহরসহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চলে। অভিযানে অংশ নেয় শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়, মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রোভার স্কাউট সদস্য এবং পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
বিষয়টি পৌর শহরে বেশ সাড়া ফেলেছে।