ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



মধ্যরাতে

Print Friendly, PDF & Email

শিশির মল্লিক

টুপ টাপ পতনশব্দে ভাঙ্গে নৈশব্দের রাত
কে যেনো বেঘোরে ঘুমায়
মধ্যরাত ভেদ করে ভেসে আসে
কোন এক ফুর্তিবাজ বেকুবের সুললিত সুর।

শীতের হিমেল হাওয়ায় ভাসে নগরের ধুলো
শুভ্র কুয়াশায় ঢেকে যায় কারো কারো মুখ
নিদ্রাহীন বৃদ্ধার চোখে ভাসে কৈশোরের ডানপিঠে সুখ
তুমি এসে টেনে নিলে আমার অসুখ
মুখ গুঁজে পড়ে আছি-
যেন আমি অবোধ শিশু।

ফেসবুক মন্তব্য