শিশির মল্লিক
টুপ টাপ পতনশব্দে ভাঙ্গে নৈশব্দের রাত
কে যেনো বেঘোরে ঘুমায়
মধ্যরাত ভেদ করে ভেসে আসে
কোন এক ফুর্তিবাজ বেকুবের সুললিত সুর।
শীতের হিমেল হাওয়ায় ভাসে নগরের ধুলো
শুভ্র কুয়াশায় ঢেকে যায় কারো কারো মুখ
নিদ্রাহীন বৃদ্ধার চোখে ভাসে কৈশোরের ডানপিঠে সুখ
তুমি এসে টেনে নিলে আমার অসুখ
মুখ গুঁজে পড়ে আছি-
যেন আমি অবোধ শিশু।