এস.এম.সবুজ, মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:- টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার একটি বিল থেকে মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
মোতালেব হোসেন উপজেলার চরভাতকুড়া গ্রামের মৃত হায়াত আলীর ছেলে।
সোমবার বেলা ১২টার দিকে পৌর এলাকার শীতান বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, মোতালেব রবিবার রাতে পার্শ্ববর্তী নিজবর্নী এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সোমবার বেলা ১২টার দিকে ওই বিলে এলাকাবাসী মাছ ধরতে গিয়ে হাটু পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মোতালেবের লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ধনবাড়ী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।