ঢাকা রবিবার, এপ্রিল ২, ২০২৩

Mountain View



কবিতা

Print Friendly, PDF & Email

বিজন সম্মানিত
ইতিহাসের অসুর

পাঁচ হাজার বছর ধরে
আমি তোমার বল্লমের নিচে
চিৎ হয়ে আছি।
বাল্মিকির ও আগে আমি জন্মেছি-দাস।
ভূমিদাস ও জন্মেছি আমি তিন হাজার বছর।
আজো আছি আমি নাগরিক দাস-
তোমার বল্লমের নিচের এক অসূর-
তোবার শ্রমিক।
মহাবিশ্বে প্রবাহমান সব আসমান, পিপাসার্ত মমিদের ক্রর হাসি,
প্রত্নতত্বের শিক্ষক
কে না জানে আমি স্পারটাকাস হয়েছিলাম,
সিধু কানু রাশোমনি হাজং হয়েছিলাম,
তুমি কি বল্লমের ফলায় তখনও আমাকে কোপাওনি?
আমার হরপ্পার ঊপড় তুমি এসেছো আর্য হয়ে
আমার সবুজ শস্যক্ষেত আর
শিল্পের ভ্রূণগুলুর উপর
তুমি এসেছো ইষ্ট ইন্ডিয়া কোম্পানী হয়ে।
তুমি এসেছো –
লগ্নি পুজি, হাইব্রিড বীজ আর মাইক্রো ক্রেডিটের এন,জি,ও হয়ে
-যেনো আমার ধান ক্ষেতগুলো শৃংখলিত হয়।
তুমি এসেছো
অক্সিডেন্টাল, টাল্লু ও শেভরন হয়ে।
আমি বার্ন ইউনিটের ‘৯৭ নম্বর বেডে শুয়ে থাকা মাগুরছড়া,
ভূমিহীন, লে-অফ নিউজ প্রিন্ট মিলের অনাহারি বার্কার,
আর স্বপ্ন চিবিয়ে খাওয়া মিডিলক্লাস,
তুমি রাষ্ট্র-সশস্ত্র দশভূজা,
আমি বিদ্রোহী গেরিলা-অসুর!
তোমার বল্লমের নীচে চিৎ হয়ে আছি=
বল্লমের নিচে পড়ে থাকা সব নিপীড়িতরাই
ইতিহাসের অসুর।

ফেসবুক মন্তব্য