শাহ্ সৈকত মুন্না, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩ নং ফতেপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুধু মিয়া (৬৫) গতকাল শনিবার রাজধানী ঢাকার বার্ডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না ইলাহে রাজিউন)।
তার গ্রামের বাড়ি উপজেলার কুরনী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নামাজে জানাযা শেষে লাশ গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে।