ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে দূর্ঘটনায় চিকিৎসক নিহত, আহত ৫

Print Friendly, PDF & Email

অভিজিৎ ঘোষ, ভূঞাপুর : টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিঙ্গুরিয়া নামকস্থানে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেলিনা বেগম (৪৮) নামের এক স্বাস্থ্য সহকারি চিকিৎসক নিহত হয়েছেন।

তিনি ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত ছিলেন। নিহত সেলিনা বেগমের বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুরপাড়ায়। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুপুর ১টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা পিকআপভ্যানের সাথে ভূঞাপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৬জন গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা বেগম নামের এক চিকিৎসক মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফেসবুক মন্তব্য