ক্রিকেট আজব খেলা
কেউবা মারছে ঢেলা
মুগুর মেরে মারতে ঢেলা
খাটছে সবাই মেলা ।
কভু সাদা কখনও লাল
ছোট্ট কাঠের বল
ভাঙতে বেড়া তিনটে খুঁটির
প্রাণান্ত সব ছল !
পেস স্পিন ইয়র্ক গুগলি
লেংথ কখনও শর্ট
এল বি কিম্বা বোল্ড-আউট
রান আউট কি কট ।
ওয়ানডেটা একদিনে শেষ
পাঁচদিনে হয় টেস্ট
লক্ষ কোটির প্রাইজমানি
সঙ্গে দারুণ ক্রেস্ট ।
ক্রিকেট জ্বরে ভুগছে সবাই
পুড়ছে তাবত বিশ্ব
নেইত বিরাম চলছে খেলে
বর্ষা কি শীত গ্রীষ্ম ।।
কবিঃ চঞ্চল কুদ্দুস