ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Mountain View



ঈদে জামাল উদ্দীন জামিলের দুই নাটক

Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাছরাঙা ও বৈশাখী টিভিতে সম্প্রচারিত হতে যাচ্ছে নির্মাতা জামাল উদ্দীন জামিলের দুটি বিশেষ নাটক। রুপান্তরের রচনায় নাটক দুটির নাম হল ‘অবশেষে নিষ্পত্তি’ এবং ‘ফুলকুমারী’।

11747531_1028410077177835_1444409982_o

নাটক দুটি সম্পর্কে নির্মাতা জামিল বলেন, ঈদে চ্যানেলগুলোর বাহারী আয়োজনের ভিড়ে নাটক দুটি যাতে দর্শকপ্রিয়তা পায়, সে ভাবনা মাথায় রেখেই কাজ সম্পন্ন করেছি। চিত্রনাট্য অনুযায়ী সর্বোৎকৃষ্ট দৃশ্যায়নের ক্ষেত্রেও দিয়েছি বিশেষ মনোযোগ। বাকীটা নাটক সম্প্রচারের পর দর্শকরা বলতে পারবেন।

11745648_1028410103844499_268813993_o

নাটক দুটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাদিয়া আহমেদ, মঈন আহমেদ, তানিয়া হোসাইন, বিজরী বরকতউল্লাহসহ আরো অনেকে।

ফেসবুক মন্তব্য