ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করলেন মা

Print Friendly, PDF & Email

মো. আল-আমিন খান, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে  মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোর্পদ করলো গর্ভধারিনী মা। সুপথে ফেরাতে ব্যর্থ হয়ে অবশেষে বাধ্য হয়েই মা তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। মাদকাসক্ত ওই ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।

madokashokto

দন্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. সজল মিয়া (১৯)। সে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামের প্রবাসী মো. তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আউটপাড়া গ্রামের সৌদী প্রবাসী তোতা মিয়ার ছেলে মো. সজল মিয়া দীঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বহু চেষ্টা করেও ছেলেকে সুপথে ফেরাতে পারেনাই তার পরিবার। গাজা থেকে শুরু করে  সে ইয়াবা আসক্ত হয়ে পড়ে। অবশেষে মঙ্গলবার রাত ১টার দিকে মা শিল্পী বেগম ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন বুধবার পুলিশ মাদকাসক্ত ওই ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করে ।

ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হুছাইন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ফেসবুক মন্তব্য