ঢাকা শনিবার, মার্চ ২৫, ২০২৩

Mountain View



গোপালপুর ও ভূঞাপুরে আ’লীগ ১০ বিদ্রোহী ২ ও ১টিতে বিএনপি জয়ী

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, দু’টিতে আ’লীগের বিদ্রোহী(স্বতন্ত্র) ও একটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

এরমধ্যে গোপালপুরের ৭টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ দুইটি স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং ভূঞাপুরে ৬টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে।

গোপালপুরের ৭ ইউপিতে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, মির্জাপুর ইউনিয়নে মো. হালিমুজ্জামান তালুকদার নৌকা প্রতীকে ১৮ হাজার ১০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মোস্তাফিজুর রহমান জসিম ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৮৮৭ ভোট। আলমনগর ইউনিয়নে অধ্যাপক আব্দুল মোমেন নৌকা প্রতীকে ৪ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এহসানুল হক চৌধুরী ওপেল ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮২০ ভোট। ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হাই আনারস প্রতীকে ৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. গোলাম মোস্তফা ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৩০ ভোট। হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রওশন খান আইয়ুব আনারস প্রতীকে ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম খান ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬০৮ ভোট। নগদাশিমলা ইউনিয়নে অ্যাডভোকেট কেএম আবুল কালাম জুরাত নৌকা প্রতীকে ৫ হাজার ৫৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬ ভোট। হাদিরা ইউনিয়নে মো. আবুল কাশেম নৌকা প্রতীকে ৫ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল কাদের তালুকদার আওয়ামী লীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮০৭ ভোট। ঝাওয়াইল ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার নৌকা প্রতীকে ৫ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন প্রিন্স ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮২০ ভোট।

ভূঞাপুর উপজেলা ৬টি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিতরা হচ্ছেন, নিকরাইলে আ’লীগের মতিন সরকার, গোবিন্দাসীতে বিএনপির মুস্তাফিজুর রহমান তালুকদার, অলোয়াতে আ’লীগের বিদ্রোহী রহিজ উদ্দিন আকন্দ, ফলদায় আ’লীগের সাইফুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনাতে আ’লীগের আইয়ুব আলী মোল্লা, গাবসারাতে আ’লীগের মনিরুজ্জামান।

ফেসবুক মন্তব্য