ঢাকা শনিবার, জুন ৩, ২০২৩

Mountain View



আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ধনবাড়ী শিক্ষার্থী সংসদ’

Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে গতকাল এক সভার মাধ্যমে যাত্রা শুরু হয় ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ধনবাড়ী শিক্ষার্থী সংসদ’। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ঢাবি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

12939278_10201608835500053_1147711354_n

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে এক সভায় গ্রুপটির যাত্রা শুরু হয়।

ধনবাড়ীতে জন্ম নেওয়া বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ফেসবুকভিত্তিক এ গ্রুপের সদস্য হতে পারবে। গ্রুপটি বাস্তব সংগঠনে রূপান্তরিত হলে ঢাবি কমিটিকে কেন্দ্রীয় কমিটি হিসেবে বিবেচনা করা হবে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের এর শাখা খোলা হবে। এর কার্যক্রম হবে অনেকটা রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর মতো।

গ্রুপের উদ্দেশ্যের মধ্যে রয়েছে ধনবাড়ী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে একটা শিক্ষাসহায়ক নেটওয়ার্ক গড়ে তোলা, বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা, ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া।

এ গ্রুপের মাধ্যমে ধনবাড়ী উপজেলার ইতিহাস-ঐতিহ্যসম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। গ্রুপের উদ্বোধন উপলক্ষে গতকালের সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিও আইটি অ্যাট ইউসিইপি সৈয়দ আবু মাযহার পিটু, সাউথইস্ট কম্পোজিট লিমিটেডের পরিচালক প্রকৌশলী শামীম রহমান, এনটিভির এইচআর বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ হাসান সুমন, তেজগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মুনিরুল হাসান রিজু, আমিন স্টিল বিল্ডিং প্রোডাক্টস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম টিটু ও ঢাকা জজকোর্টের আইনজীবী সোলাইমান হোসাইন খোকন।

ফেসবুক মন্তব্য