বিনোদন প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে প্রকাশিত হয়েছে টাঙ্গাইলের কৃতি সন্তান শিল্পী জাহিদ সাঁই এর প্রথমএকক অ্যালবাম ‘নিঃশ্বাসের বর্ণমালা’। ৩১ মার্চ, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরায় জি-সিরিজ এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।
শিল্পী ফাহিম ফয়সালের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শহীদুল ইসলাম, চিত্রপরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যাডাম দৌলা, সঙ্গীতায়াজক সজীব দাস, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন এবং জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া খালেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীবৃন্দ।
‘নিঃশ্বাসের বর্ণমালা’ অ্যালবামের সবকটি গানের কথা লিখার পাশাপাশি সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। অ্যালবামে গান রয়েছে ১০টি।
গানগুলো হচ্ছে- ‘শুন্য শুন্য’, ‘প্রেমকবি’, ‘হৃদয়ের সবটা জুড়ে’, ‘নিঃশ্বাসের বর্ণমালা’, ‘ইচ্ছে করে’, ‘কাঙ্গাল’, ‘ঘুম ঘুম রাত’, ‘রাত পোহাবে বলে’, ‘অচেনা মন’ ও ‘বাংলাদেশ’। সজীব দাস ৯টি ও আমজাদ হোসাইন ১টি গানের সংগীতপরিচালনা করেছেন। অ্যালবামে শিল্পীর সাথে একটি গানে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নির্ঝর। ব্যাক ভোকালস ও হামিং দিয়েছেন ফাহিম ফয়সাল ও সিঁথী।