কেএম মিঠু, নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ীতে ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ডাঃ এজেএম সালাহ উদ্দিনের নির্বাচনী কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ডাঃ এজেএম সালাহ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, বৈধ কাগজপত্র ও পরিচয় জানা সত্বেও নির্বাচনী কাজে ব্যাবহৃত তার মোটর সাইকেল গত মঙ্গলবার অফিস আঙ্গিনা থেকে পুলিশ জব্দ করে নিয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, এটা পুলিশের বাড়াবাড়ি এবং নির্বাচন বাধাঁগ্রস্ত করার শামিল।
ধনবাড়ী থানা পুলিশ জানায়, শুধু রিটার্নিং অফিসার নয় ১১০টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং সব গুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, আইন মোতাবেক ওই মোটর সাইকেল আটক করা হয়েছে। বলুনতো আইনের কোথাও কি লেখা আছে রিটার্নিং অফিসার হলেই কারো গাড়ি জব্দ করা যাবে না?
তিনি আরো বলেন মোটর সাইকেলটি ছাড়তে চেয়েছিলাম। যেহেতু সাংবাদিকদেরকে জানানো হয়েছে এখন আর ছাড়া হবে না। মামলা হবে।