ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



মির্জাপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

Print Friendly, PDF & Email

শাহ্ সৈকত মুন্না, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

mirzapur pic1,01-05-16.

দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা শ্রমিকলীগ, প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, বাস-কোচ, ট্রাক ও টেম্পো শ্রমিক ইউনিয়ন সকালে শহরে র‌্যালি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সবাপতি মো.বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, মির্জাপুর বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজু আহমেদ, বাস কোচ শ্রমিক ইউয়িনের সভাপতি মো. আলী হোসেন, অটো ট্রেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোতালেব মিয়া ও প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ।

ফেসবুক মন্তব্য