ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



টাঙ্গাইলে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৯

Print Friendly, PDF & Email

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে মাদারিপুরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ করে তার মা রোকেয়া বেগম শুক্রবার বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন। আর এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব টাঙ্গাইল।

xWi6iTxbcnde

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম খান জানান, মাদারিপুরের এক কিশোরীর সাথে মোবাইলে রং নাম্বারের মাধ্যমে বাসাইল উপজেলার পিচুরী এলাকার আব্দুল করিমের ছেলে আলী আকবরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আলী আকবর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৪ এপ্রিল মেয়েটিকে সাভারের একটি বাসায় নিয়ে ধর্ষণ করে।

পরের দিন আলী আকবরের বন্ধু একই এলাকার আব্দুল জলিলের ছেলে ফুলচান মেয়েটিকে আলী আকবরের সাথে বিয়ে দেওয়ার কথা বলে বাসাইলের কাশিল বটতলায় এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করে।

নির্যাতনের এক পর্যায়ে মেয়েটি পালিয়ে গিয়ে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল র‌্যাব-১২ কার্যালয়ে গিয়ে অভিযোগ করলে র‌্যাব গিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ধর্ষণের শিকার কিশোরী মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুক মন্তব্য