নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ মধুপুর উপজেলার অহংকার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন মধুপুর শহীদ স্মৃতি এলামনাই এসোসিয়েশনের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
১৩মে শুক্রবার বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৯৭৮ ব্যাচের মো. আনোয়ার হোসেনকে সভাপতি ও ১৯৯৮ ব্যাচের মো. আব্দুল আলীমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভাপতি, মোঃ আনোয়ার হোসেন (বামে) সাধারণ সম্পাদক, আব্দুল আলিম (ডানে)
কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন (১৯৮৬), মোঃ আব্দুল মান্নান (১৯৭৫), ফজলুল হক মনি (১৯৭৭), তৌহিদুল ইসলাম মন্টি (১৯৭৭), নুরুল ইসলাম রাজ (১৯৭৮), মোবারক হোসেন (১৯৭৮), অধ্যাপক আব্দুল আজিজ ((১৯৭৯), ভূইয়া গোলাম মাহবুব লতিফ (১৯৮২), আব্দুল মান্নান (১৯৮৬), ব্যারিস্টার হাবীবুর রহমান সিদ্দিকী (১৯৮৯), যুগ্ম সম্পাদক পদে শহীদুল ইসলাম সপু (১৯৮৮), মোঃ শামছুল আলম (১৯৮৯), আনোয়ার সাদাৎ ইমরান (১৯৯০), মোঃ সোলায়মান সেলিম (১৯৯১), সাংগঠনিক সম্পাদক পদে এম এস ইসলাম আকাশ (১৯৮৯), যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মনিরুজ্জামান (১৯৯২), মোহাম্মাদ কামরুজ্জামান (১৯৯৩), মোহাম্মদ সাজ্জাদুর রহমান খুশনবিশ (১৯৯৩), শরীফুল আলম শাপলু (১৯৯৫), আমিনুল ইসলাম বাবলু (১৯৯৯), মাহি মোজাম্মেল (১৯৯৯), রাইসুল ইসলাম জুয়েল (২০০২), আইন সম্পাদক পদে ব্যারিস্টার মেজবাহ উদ্দিন আহমেদ (১৯৮৬), সহ-আইন সম্পাদক পদে সুলতান মাহমুদ (২০০০), শিক্ষা সম্পাদক পদে আনন্দ মোহন দে (১৯৯০), সহ শিক্ষা সম্পাদক পদে মুশফিকুর রহমান সেলিম (১৯৯৫), অর্থ সম্পাদক পদে মুহাম্মদ কবীর আহামেদ হীরা (১৯৯৫), সহ- অর্থ সম্পাদক পদে জুলহাস উদ্দীন (১৯৯২), জাকির হোসেন (১৯৯৯), সাংস্কৃতিক সম্পাদক পদে ফিরোজ আলম (১৯৯৫), সহ সাংস্কৃতিক সম্পাদক পদে মোফাখখারুল ইসলাম তপু (১৯৯৩), সেলিম রেজা (২০০০), ক্রীড়া সম্পাদক পদে রাচিবুল হাসান রনি (১৯৯৭), সহ- ক্রীড়া সম্পাদক পদে এবি সিদ্দিক ইমরান (১৯৯৫), মেহেদী হাসান (২০১১), সাহিত্য সম্পাদক পদে নাজমুছ সাদাৎ নোমান (১৯৯০), সহ সাহিত্য -সম্পাদক পদে মোহাম্মদ লাল মিয়া (১৯৯২),
আইটি সম্পাদক পদে আবীর মাহমুদ (১৯৯৯), সহ আইটি -সম্পাদক পদে শামীম আকন্দ (১৯৯৪), সমাজ কল্যাণ সম্পাদক পদে শরীফুল ইসলাম সুমন (১৯৯৫), সহ সমাজ কল্যাণ -সম্পাদক পদে মেহেদী হাসান নোমান (২০০৫), প্রচার সম্পাদক মোঃ রুহল আমিন (১৯৯৫), সহ প্রচার সম্পাদক পদে প্লাবন ভূইয়া (২০০৫) ও আল ইমরান (২০০৭), অফিস সম্পাদক পদে মোকাদ্দেছ হোসেন (১৯৯৮), সহ অফিস -সম্পাদক পদে ফিরোজ আহমেদ (২০০৪), কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আতিকুল কবীর (১৯৯০), সহ কর্মসংস্থান পদে মুশফিকুর রহমান (১৯৯৮), ধর্ম বিষয়ক সম্পাদক পদে আতিকুর রহমান মিন্টু (১৯৯৫), সহ ধর্ম -সম্পাদক পদে রাজীব সাহা (২০০৫), ছাত্র বিষয়ক সম্পাদক পদে নুরুন্নবী শিহাব (১৯৯৫), সহ ছাত্র বিষয়ক -সম্পাদক পদে রাশেবুল হাসান জনি (১৯৯৯), রাসেল আশিক (২০০০), চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে ডাঃ শহীদুল ইসলাম খোকন (১৯৯৫), সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে ডাঃ কামরুজ্জামান রনি (১৯৯৮), পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে সাজেদুল হক খান লোটাস (১৯৯৫), সহ পরিকল্পনা সম্পাদক পদে জোবায়ের হাসান শিপলু (১৯৯৮), অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন তালুকদার হিটলার (১৯৯৩), সহ অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক পদে মোঃ সেলিম রেজা পলাশ (১৯৯৭), আশরাফুল আলম(২০০৭), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলাশ রায় (১৯৯৫), সহ আন্তর্জাতিক সম্পাদক পদে জুয়েল রানা (২০০০) ও নুরুল ইসলাম বাবু (২০০৩), মহিলা বিষয়ক সম্পাদক পদে সাজেদা আক্তার সাজু (১৯৮৯), সহ মহিলা বিযয়ক সম্পাদক পদে খাদিজা খানম রুমা(১৯৮৯), নাট্য সম্পাদক পদে মোঃ আকবর আলী (১৯৮৪), সহ নাট্য সম্পাদক পদে মো. হায়দর আলী (১৯৮৪) ও মোঃ হারুন অর রশীদ ফকিরকে (১৯৮৬) সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যগণ হলেন সার্জেন্ট ইউসুফ (১৯৭৬), মোঃ সাজ্জাদুল আলম সুজা (১৯৭৭), মোঃ সুরুজ আলী সরকার (১৯৮১), ইঞ্জি. তোফাজ্জল হোসেন বাবলু (১৯৮৩), মোঃ ফরিদ হোসেন (১৯৮৬), সাইফুল ইসলাম ছোমেদ (১৯৮৯), মোহাম্মদ শাহজাহান তালুকদার (১৯৯০), নুরুল আমীন বিপ্লব (১৯৯১), আব্দুল মজিদ (১৯৯১), আকরামুজ্জামান (১৯৯২), মোহাম্মদ শাহজাহান আলী (১৯৯৩), আনোয়ারুল কিবরীয়া দোয়েল (১৯৯৩), মোঃ আহসান হাবিব (১৯৯৫), রবিউল ইসলাম (১৯৯৫), মোঃ জাহাঙ্গীর কবির (১৯৯৬), মোঃ লিয়াকত হোসেন জনি (১৯৯৬), সুলতান দেলোয়ার হোসাইন টিপু (১৯৯৮), নাজিবুল বাশার (১৯৯৯), বাদল (২০০১), মাসুদ পারভেজ (এইচএসসি ২০০৪), আব্দুর রহমান (২০০৩), সেলিম রানা (২০০৫), ইসতিয়াক (২০০৫), রাসেল খান (২০০৫), মনিরা ওয়ারদা (২০০৬), আশরাফুল আলম – ২০০৮ (কৃবি), তারেক হাসান (২০০৯), আসাদুজ্জামান আদিল (২০১০), শামীম আহমেদ (২০১২), আশিক মাহমুদ তমাল ও আরাফাত আরেফিন উৎস (২০১৪)।