নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ মধুপুর-ধনবাড়ীবাসীর সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত “কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ” এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নির্বাচিত সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এই ইফতারের মাহফিলের আয়োজন করেন।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে ছিল না কোনো প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি। ঢাকাস্থ মধুপুর ধনবাড়ীবাসী নেতাকর্মী ও সর্বস্তরের মানুষদের সাথে সম্পুর্ণ ঘরোয়াভাবে শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ ড. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে ধনবাড়ী মধুপুরের প্রায় এক হাজার বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।