ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় ফটোওয়াক অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

 নিজস্ব প্রতিনিধি : টাংগাইলের মধুপুরে ‘‘ মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ২য় ফটোওয়াক উদযাপন করা হয়েছে। ৮ জুলাই ২০১৬ (শুক্রবার) ঈদের পর দিন মধুপুর উপজেলার জাতীয় উদ্যানে দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগীদের গায়ে চাপানো ছিল সংগঠনের মনোগ্রাম খচিত টি-শার্ট। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মোট ২৪ জন আলোকচিত্রী অংশ নেন। প্রতিযোগীরা নানা প্রজাতির প্রজাপতি, পাখি, কীট-পতঙ্গ, প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন আলোকচিত্র তাদের ক্যামেরায় তুলে আনেন।

13621839_10210150838387037_636613072_o

প্রতিযোগিতায় ৩ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্ত তিনজন হলেন যথাত্রমে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র শাফায়েত হোসাইন শাওন, বেসরকারি চাকুরিজীবি আশরাফুল আলম সুজন ও মেকানিক্যাল ইন্জিনিয়ার বাণীতোষ মজুমদার।

13650585_10210150838027028_1249163021_n - Copy

সভাপতি শামীম আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকত, সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, অর্থ বিষয়ক সম্পাদক বিজয় কুমার সাহা এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি শামীম আকন্দ বলেন, এই সংগঠনের উদ্দেশ্য- মধুপুরের বন্যপ্রাণী, প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্য, কৃষ্টি-কালচার দেশ ও বহির্বিশ্বে তুলে ধরা। অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠনটি আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র সহ নানা গবেষণাধর্মী কাজ করে যাবে আগামী দিনগুলোতে।

13644197_10210150838107030_734616137_n

সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, এ বনে একসময় বাঘ ও বনগরু বিচরণ করত। বর্তমানে মোট ১৩৮ প্রজাতির প্রজাপতি, ১১৫ প্রজাতির পাখি, ২ প্রজাতির বানর, মায়াহরিণ, বাগঢাস ইত্যাদি টিকে আছে। বাংলাদেশে সর্বশেষ মযূর পাওয়া গিয়েছিল এই বনে। বর্তমানে এ সংগঠনটি নানা গবেষণার মাধ্যমে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ফেসবুক মন্তব্য