ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



টাঙ্গাইলে আ.লীগ নেতা রাজ্জাক এমপিকে সংবর্ধনা

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত কর্মী ড. মো.আব্দুর রাজ্জাক এমপিকে টাঙ্গাইলে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বিকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

image-5328

এসময় ড.আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে এখনই মাঠে নেমে পড়তে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীরা বসে নেই। এ বিষয়েও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল-৫ সদর সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উজ জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

14900524_1611644845798422_6127861204862583338_n

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এর অনুষ্ঠান সঞ্চলনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

ফেসবুক মন্তব্য