নিজস্ব সংবাদদাতা : ঢাকায় উপজাতি তরুণী ধর্ষনের ঘটনায় প্রকৃত অপরাধীকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মধুপুর গড়াঞ্চলের উপজাতি সম্প্রদায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
গত ২৫ অক্টোবর জামালপুর বকশীগন্জের উপজাতী (গারো)এক তরুনী রাজধানীর বাড্ডায় রিক্সা গ্যারেজে গন ধর্ষনের শিকার হয়।
থানায় মামলা হলে পুলিশ ঘটনার নায়ক মূল অাসামীকে গ্রেফতার না করে অন্য একজনকে গ্রেফতার করে বলে নেতৃবৃন্দ জানান।
ঘটনার এক সপ্তাহ অতিক্রান্ত হলেও মূল অাসামী রুবেলসহ অন্যরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় টাংগাইল ময়মনসিংহ মহাসড়কে জলছত্র/পঁচিশ মাইল নামক স্থানে মধুপুর গড়াঞ্চলের নৃ- তাত্বিক জনগোষ্ঠি মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ প্রতিবাদ কর্মসূচিতে উপজাতীয় সংগঠনগুলোর নেতৃত্বে গড়াঞ্চলের শত শত তরুন তরুণী , শিশু, কিশোর, পুরুষ, মহিলারা রাস্তায় নেমে অাসে।