ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



টাঙ্গাইলে ফেসবুক গ্রুপের উদ্যোগে হত দরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরণ

Print Friendly, PDF & Email

আরিফ খান, নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে হত দরিদ্র অসহায় মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপ” এর উদ্যোগে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলের ৪০ জন মহিলার মাঝে ৪০টি মাদি ছাগল বিতরণ করে। ১১ নভেম্বর ২০১৬, শুক্রবার জেলার গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

15049683_1780066892245966_835830444_n

কাজী আওলাদুজ্জান আদরের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনূস ইসলাম তালুকদার, প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের পৃষ্ঠপোষক খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক ও সম্মানিত বিদেশী অতিথি জ্যাকাও ঝও (চীন)। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান  নাগরপুর জনতা কলেজের অধ্যক্ষ মিঞ্জুর স্যার, গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিন ও সাংবাদিক কেএম মিঠু  এডমিন সাইফুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর ইলিয়াস হোসেন, প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের উপদেষ্টা শামীম মীর, সহ-সভাপতি আল আমিন খান, সহ-সভাপতি হেলাল রহমান ফারুক, মহিলা সম্পাদিকা চাঁদ সুলতানা ও ক্রীড়া সম্পাদক আরিফ খান প্রমূখ।

এসময় গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তার বক্তব্যে বলেন, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজ একত্রিত হয়ে জনসেবামূলক কাজ করছে, এটা নিঃসন্দেহে  অনুপ্রেরণাদায়ক। আমি খুব আনন্দিত আজকের এই আয়োজনে অংশ নিতে পেরে। সমাজের দুস্থ অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচির সফলতা কামনা করছি।

প্রিয় টাঙ্গাইল ফেসবুক গ্রুপের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক বলেন, বর্তমান আধুনিক যুগে বাংলাদেশ সরকারের ডিজিটাল ছোঁয়ায় তরুণ সমাজ এখন অনলাইনমুখী। ফেসবুকসহ নানা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের একত্রিত করে সামাজিক কাজে উৎসাহ দিতে হবে। আর্তমানবতার সেবায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপসহ বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে আমিও তরুণদের একজন হয়ে আর্তমানবতার সেবায় কাজে অংশ নিতে চেষ্টা করি।  দুস্থ মহিলাদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচিটি ফেসবুক গ্রুপের এসব তরুণদের একটি মহৎ উদ্যোগ।

15044790_1779999948919327_339504245_o

ছাগল বিতরণ কমর্সূচি সম্পর্কে সংগঠনের সহ-সভাপতি হেলাল রহমান ফারুক টাঙ্গাইল বার্তাকে বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে লক্ষ্যে প্রিয় টাংগাইল জেলা গ্রুপের ব্যতিক্রমধর্মী উদ্যোগ দুস্থ অসহায় পরিবারের নারীদের মাঝে ছাগল বিতরণ কার্যক্রম। ছাগল পালন খুব লাভজনক। এদের বংশ খুবই দ্রুত বৃদ্ধি পায়। তাই প্রিয় টাংগাইল জেলা সংগঠন ছাগল পালনের মাধ্যমে দরিদ্র বিমোচনের স্বপ্ন দেখছে। ছাগল হতে পারে অসহায় দরিদ্র নারীদের মধ্যে একটি অবলম্বনের নাম। কারন ছাগল থেকে দরিদ্র অসহায় নারীরা সহজেই আয়ের পথ খুঁজে পান।

তিনি আরও বলেন, ছাগল দেওয়ার সময় একটি শর্ত থাকে যে, উক্ত ছাগলের প্রথম মাদি বাচ্চা টা অবশ্যই প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপকে দিতে হবে, সংগঠনটি বাচ্চা গুলি সংগ্রহ করে অন্যান্য গরিব মহিলাদের মাঝে বিতরণ করবে এবং তাদের থেকেও একই শর্তে বাচ্চা সংগ্রহ করে উক্ত কার্যক্রমের ধারাবাহিতা বজায় রাখবে।

ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে অনলাইন ভিত্তিক সমাজসেবা মূলক সংগঠন আলোকিত মধুপুর, আমরা গোপালপুর বাসী, ঘাটাইলের কথা, ইবরাহীম খাঁর আলোকিত ভুয়াপুর সহ বেশ কয়েক টি ফেসবুক গ্রুপ ও তার নেতৃবৃন্দ।

ফেসবুক মন্তব্য