নিজস্ব প্রতিনিধি, ঢাকা : ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুর্নমিলনীতে যোগ দিয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব ও সাধারণ সম্পাদক শামীম আল মামুনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক বাসে সুসজ্জিত হয়ে টাঙ্গাইল জেলার সকল থানার সমন্বয়ে প্রায় তিন হাজার নেতাকর্মী পুর্নমিলনীতে যোগদান করেন।
এ বিষয়ে ইসতিয়াক আহমেদ রাজীব বলেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ উৎসবের আমেজে পুর্নমিলনীতে যোগ দিয়েছে। আমরা এই বৃহৎ সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।
উল্লেখ্য, ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোহরায়ার্দী পুর্নমিলনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।