ঢাকা শনিবার, জুন ৩, ২০২৩

Mountain View



টাঙ্গাইলে ফরিদ হত্যা মামলায় আদালতে আসামির জবানবন্দি

Print Friendly, PDF & Email
ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ভুঞাপুরের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ফরিদ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি কিশোর মাইনুল হাসান মাসুদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপন কুমার দাস তার জবানবন্দি রেকর্ড করেন।
গত রবিবার ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে গত সোমবার আদালতে সোপর্দ করলে সে তার জবানবন্দি দেয়।

গতকাল টাঙ্গাইলের ডিবি পুলিশ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি মাইনুল হাসান মাসুদ তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে অংশ নেয়া আরো কয়েকজনের নাম উল্লেখ করেছে।

ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ গত ৫ ডিসেম্বর ভুঞাপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।

এ ব্যাপারে গত ৬ ডিসেম্বর ভুঞাপুর থানায় এবং গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপর একটি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, দলীয় কিছু নেতার সাথে মতবিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ফেসবুক মন্তব্য